নওগাঁর মহাদেবপুরে মাত্র ১২ কাঠা আবাদি জমি নিয়ে দু' পক্ষের বিরোধের জেরধরে দেশিয় ধারালো অস্ত্রের আঘাতে লিয়াকত সরদার (৫০) নামে এক ব্যক্তিকে খুন হয়েছেন। নিহতের স্বজন ও স্থানিয় সুত্র জানায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরুপপুর গ্রামের আনিসুর রহমান ও মঞ্জুরুল দু' পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে মাঠের আবাদি ১২ কাঠা জমি নিয়ে বিরোধ চলছিলো। সম্পতি সেই বিরোধীয় জমিতে ধান রোপণ ও ধান নষ্ট করা নিয়ে দু' পক্ষের মাঝে আবারো নতুন করে বিরোধ বাঁধে সেই বিরোধ নিরসনে মঞ্জুরুলের সম্পর্কে বিয়াই একই এলাকার উজানি হর্ষি গ্রামের মৃত খলিল সরদারের ছেলে লিয়াকত সরদার মাতব্বর হিসেবে দু' পক্ষের সাথে কথা বলে। এরি এক পর্যায়ে বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টারদিকে হাটচকগৌরী ছাগল হাটিতে মাতব্বর লিয়াকত সরদার ও আনিসুর রহমান তর্কে জড়িয়ে পড়ার এক পর্যায়ে আনিসুর রহমান মোবাইল ফোনে তার ছেলে সাঈদকে ঘটনাটি জানালে সাঈদ উত্তেজিত অবস্থায় এসে আতর্কিতভাবে লোহার রডদিয়ে তৈরি সুলপি জাতীয় ধারালো দেশিয় অস্ত্র দিয়ে লিয়াকত সরদারের পেটে আঘাত করলে পেট ফুটো হয়ে মারাত্মক জখম হয় লিয়াকত সরদার সাথে সাথে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। অপরদিকে ঘটনার পরই হাটের লোকজন উত্তেজিত হয়ে সাঈদকে গনধোলাই দেয়। গনধোলাইয়ে আহত হলে সাঈদকে ও নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন তার স্বজনরা। এরি মাঝে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকাল ৬ টারদিকে নওগাঁ সদর হাসপাতালে লিয়াকত সরদার মারা যায়। এব্যাপারে হত্যাকান্ডের শিকার লিয়াকত আলীর বড় ভাই ও স্থানিয় ভীমপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) লোকমান সরদার প্রতিবেদককে জানান, সাঈদ ও তার বাবা আনিসুর সহ আরো কয়েক জন পরিকল্পিতভাবে আমার ভাই লিয়াকত সরদারকে ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে হত্যা করেছেন আমি ভাই হত্যার ন্যায় বিচার দাবি করছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা প্রতিবেদককে জানান, ঐ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং মামলার প্রধান আসামী সাঈদকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক অপর আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে বলেও জানান মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ।
মতামত