রাজনীতি

৫৪ বছরের নির্বাচন ব্যবস্থা থেকে সরকারকে সরে আসতে হবে: শেখ জিল্লুর রহমান

৫৪ বছরের নির্বাচন ব্যবস্থা থেকে সরকারকে সরে আসতে হবে: শেখ জিল্লুর রহমান

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট-৩ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান বলেছেন, দেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে আনুপাতিক প্রতিনিধিত্ব (পি আর) পদ্ধতি চালু করতে হবে। 

তিনি বলেন, আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, আমাদের দাবি স্পষ্ট। সংস্কার করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে এবং পিআরে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জুলাই বিপ্লব কোনো সাধারণ নির্বাচনের জন্য হয়নি বরং নতুন বাংলাদেশ গড়ার জন্য হয়েছে। তাই গত ৫৪ বছরের নির্বাচন ব্যবস্থা থেকে সরকারকে সরে আসতে হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শ্রমিক সংঘ চত্বরে পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পি আর পদ্ধতিতে নির্বাচন হলে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো চাঁদাবাজি। আগে সংস্কার, পরে নির্বাচন—এই স্লোগান নিয়েই ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে বৈষম্য থাকবে না, সাম্য, শান্তি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। দুর্নীতি, চাঁদাবাজি, শোষণ ও নির্যাতনমুক্ত সমাজ গড়ে উঠবে।

পরে শ্রমিক সংঘ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. রেজাউল করীম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমিন, মাওলানা তৈয়্যেবুর রহমান, ডা. লুৎফুল আলম বাবুল, উপজেলা সহ-সভাপতি মাওলানা আবু বকর, সেক্রেটারি রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি নূর মোহাম্মদ বাচ্চু ফকির, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু মুসা, পৌর সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাদী, ছাত্রনেতা নাঈম বিন রফিকসহ স্থানীয় নেতাকর্মীরা।