রাজনীতি

বালিয়াডাঙ্গীতে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

বালিয়াডাঙ্গীতে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:২৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জুলাই সনদের আইনি ভিত্তি ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পি আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বালিয়াডাঙ্গী চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক আমির ও ঠাকুরগাঁও-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি শরিফুল ইসলাম, যুব বিভাগের উপজেলা সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ বিভাগের উপজেলা সভাপতি মাওলানা হায়দার আলী ও সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ খলিলুর রহমান। এছাড়াও জামায়াত নেতা আইয়ুব আলীসহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী তাদের সমাবেশ থেকে যে ৫ দফা দাবি জানায় তা হলো—

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।