জুলাই সনদের আইনি ভিত্তি, আনুপাতিক প্রতিনিধিত্ব (পি আর) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে নাটোরের সিংড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এসময় নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা ছাড়াও উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মতামত