রাজনীতি

বেলকুচিতে জনতার ঢল, পিআর নির্বাচনের দাবিতে জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ

বেলকুচিতে জনতার ঢল, পিআর নির্বাচনের দাবিতে জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:০৭

বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে জুলাই ঘোষণা ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বেলকুচির আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। আল-আমান মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি চালা, মুকুন্দগাতি হয়ে সেরানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। অবিলম্বে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান তারা। একইসাথে দেশে চলমান দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন-নিপীড়ন ও গণঅধিকার হরণের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আবুল হাসান, সেক্রেটারি মাহবুবুর রহমান, বিশিষ্ট সংগঠক শামীম মাজহারুল ইসলাম, আবুল ভুঁইয়া প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ। বিপুলসংখ্যক দলীয় কর্মী-সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পুরো এলাকাজুড়ে উৎসুক জনতার ভিড় দেখা যায়। অংশগ্রহণকারীদের স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।