সারাদেশ

আত্রাইয়ে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আত্রাইয়ে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:১৬

 আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট-পতিসর বাংলাদেশ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (শুক্রবার ২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ঐতিহাসিক গান্ধি আশ্রমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডক্টর মোঃ মতিউর রহমান এর শতাধিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যাগ প্রদানসহ বিভিন্ন গুণিজন সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক, প্রফেসর ড. মো. মতিউর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড মো. হারুন অর রশীদ। অনুষ্ঠানে সংবর্ধনায়, সাংবাদিকতায় দৈনিক ভোরের কাগজের আত্রাই উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিক, প্রবন্ধে ও গবেষণায় রবি বাঙালি ও হাসমত আলী। নাটকে শবনব মোস্তাক রাজু, শিক্ষা পরিবারে মনিরুজ্জামান মনিরকে ক্রেস্ট  প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে  আত্রাই -রাণীনগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের  প্রধান শিক্ষক ও অধ্যক্ষ উপস্থিত ছিলেন।#