আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলাম।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সারে চার টায় উপজেলার মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলটি উপজেলা পরিষদের মূল ফটোকের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আাসাদুল্লাহ আল গালিব।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ-৬ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সাধারন সম্পাদক তোজাম্মেল হক, নায়েবে আমীর ওসমান গনি, আবু শাহীন প্রমুখ।
মতামত