বাগেরহাটের শরণখোলায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ উপজেলা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার রায়েন্দা বাজারের পাঁচ রাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়। বিক্ষোভকারীরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভায় মিলিত হন।
উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী বাংলাদেশ বাগেরহাট-৪ আসনের মনোনীত প্রার্থী ও জেলা সুরা সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, সহকারী সেক্রেটারি ও সিনিয়র প্রভাষক কামরুল ইসলাম, জামায়াত নেতা গোলাম সারোয়ার, কাজী সারোয়ার বাদল এবং শিবির নেতা মিজানুর রহমান।
পথসভায় বক্তারা বলেন, পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলিম তার বক্তব্যে জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে তা অবিলম্বে কার্যকর করার দাবি জানান।
মতামত