ছবি : সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ভিত্তিতে পরীক্ষা আয়োজনের পথে আর কোনো বাধা নেই।
পরীক্ষা শুরু হওয়ার আগে ব্যাংকের মানবসম্পদ বিভাগ ১৪ আগস্ট ২৯ আগস্ট তারিখ নির্ধারণ করেছিল। পরে জুনিয়র অফিসার মো. হানিফ হাইকোর্টে রিট করলে আদালত বিষয়টি বাংলাদেশ ব্যাংককে নিষ্পত্তির নির্দেশ দেয়। কেন্দ্রীয় ব্যাংক জানায়, পরীক্ষা আয়োজন ইসলামী ব্যাংকের নিজস্ব এখতিয়ার, তবে ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইন ও বিধি মেনে চলতে হবে।
এরপরও শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আট শতাধিক ব্যাংক কর্মকর্তা মানববন্ধন করেছেন। তারা অভিযোগ করেছেন, প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীকে বাদ দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে এই পরীক্ষা আয়োজন করা হচ্ছে। তারা দাবি করেছেন, পরীক্ষায় অংশগ্রহণ না করলে চাকরি ও ক্যারিয়ারের উন্নতি হুমকির মুখে পড়বে।
চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের লক্ষ্য করেই এই পরীক্ষা বলছেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচ থেকে সাত বছর চাকরির পর হঠাৎ এই পরীক্ষা সম্পূর্ণ অনৈতিক।
মতামত