ছবি : নব নির্বাচিত সাধারণ সম্পাদক আনজারুল হক মিলন
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নীলফামারীর ডোমারের আনজারুল হক মিলন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের ৮ জেলার ৫৮ উপজেলার স্বাস্থ্য সহকারীরা অংশ নেন। সম্মেলনে নতুন নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা ও সেবা কার্যক্রম আরও সুসংহত করতে শক্তিশালী সংগঠন গড়ে তোলার বিকল্প নেই।
সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর মিলন বলেন, "এটি আমার জন্য গর্বের মুহূর্ত। আমি চেষ্টা করব সকল স্বাস্থ্য সহকারীর অধিকার ও ৬ দফা দাবি আদায়, সমস্যা সমাধান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে।"
উল্লেখ, তিনি নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ফজলুল হকের ছেলে।তিনি এর আগে ডোমার উপজেলা ও নীলফামারী জেলার সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বিভাগীয় দায়িত্বে নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা মিলনের হাতে ফুল তুলে দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মতামত