সারাদেশ

ডোমারে ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ডোমারে ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ছবি : মুন টাইমস


প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ১:২১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীর ডোমারে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহরের মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাকিম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের আলী, ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান, ডোমার উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল হক, সাবেক উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, পৌরসভা আমীর নুর কামাল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা সোহেল রানা, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ।

পাঁচ দফা দাবিগুলো-

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন

২. জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত

৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার

৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

বক্তারা বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং বিরোধী দল ও ভিন্নমতকে দমন করতে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা আরও বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে হলে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন আয়োজন করতে হবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।