সারাদেশ

নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ছবি : মুন টাইমস


প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ১:৩২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা শহরের ডিসি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী-০২ আসনের প্রার্থী এডভোকেট আল ফারুখ আব্দুল লতিফ, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, শহর আমীর আনোয়ারুল ইসলাম এবং জেলা কর্মপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু।

পাঁচ দফা দাবি-

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন

২. জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত

৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার

৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

বক্তারা বলেন- বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং বিরোধী দল ও ভিন্নমতকে দমন করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তারা বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে হলে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন আয়োজন করতে হবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে ডিসি মোড় থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।