ছবি : মুন টাইমস
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌরসভার বিজয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়।
এর আগে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাছেদের সভাপতিত্বে বিজয় চত্বরে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বেলাল হোসেন, দেবীগঞ্জ পৌর জামায়াতের আমির শেখ ফরিদ হাসান, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
পাঁচ দফা দাবি-
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন
২. জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত
৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
সমাবেশে বক্তারা বলেন, আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। একই সঙ্গে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা কোনো আপস করব না।
এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
মতামত