সারাদেশ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং লিডারসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং লিডারসহ ৬ জন গ্রেপ্তার

ছবি : যৌথ বাহিনীর অভিযানে কিশোরগ্যাং ৬ জন গ্রেপ্তার


প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩১

সাভারঃ আশুলিয়ায় জামগড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র, গাঁজা, মোবাইল ফোন ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে জামগড়া  বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো— আশুলিয়ার রুপায়ন মাঠ এলাকার ইয়ার হোসেন (২০), জামগড়া এলাকার সোনা মিয়া (৪৫), একই এলাকার আশরাফুল (১৮), বড় বাবু (১৯), আকাশ (১৮) ও ১৭ বছরের এক কিশোর।

যৌথ বাহিনী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় রাতভর পাঁচটি পৃথক অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়াসহ ছয়জনকে আটক করা হয়েছে। ইয়ার হোসেন এবং সোনামিয়া দুজনের নামেই অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং কর্মকাণ্ডে জড়িত ছিল।

যৌথ বাহিনী আরও জানায়, অভিযানে আটককৃতদের হেফাজত থেকে ১৬টি দেশীয় অস্ত্র, ৫টি ধারালো অস্ত্র ও কাঁচি, ৫ পটলা গাঁজা, ৪৮টি মোবাইল সিমসহ ৮টি মোবাইল ফোন

উদ্ধার করা হয়।

পরে আটককৃত ৬ জনকে উদ্ধারকৃত অস্ত্র, গাঁজা ও অন্যান্য সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, দেশীয় অস্ত্র, গাঁজা, মোবাইল ফোন ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামসহ ৬ জনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।