খেলাধুলা

ভারতীয় দলের আচরণকে অসম্মানজনক দাবি পাকিস্তান অধিনায়কের

ভারতীয় দলের আচরণকে অসম্মানজনক দাবি পাকিস্তান অধিনায়কের

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:৩৩

এশিয়া কাপ ফাইনালে হারের পর ভারতীয় দলের আচরণকে অসম্মানজনক হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা। রোববার দুবাইয়ে ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দল ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে সৌজন্য বিনিময়ে অংশ নেননি বলে অভিযোগ করেন তিনি।

সালমান আঘা বলেন, ভারত যা করেছে, তা হতাশাজনক। তারা শুধু আমাদের নয়, পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে। ভালো দল এভাবে আচরণ করে না। আমরা নিজেদের দায়িত্ব পালন করতে আলাদাভাবে ট্রফির সঙ্গে ছবি তুলেছি, মেডেল গ্রহণ করেছি। কড়া ভাষা ব্যবহার করতে চাই না, তবে তাদের আচরণ সত্যিই অসম্মানজনক।

ম্যাচ শেষে ভারতীয়রা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে বিজয়ী মেডেল ও ট্রফি নিতেও অস্বীকৃতি জানায়। এছাড়া, ম্যাচের আগেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ট্রফির সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন এড়িয়ে গিয়েছিলেন।

এই ঘটনার মাধ্যমে ক্রিকেটের মাঠে দেশীয় প্রতিযোগিতার উত্তাপ এবং আচরণবিষয়ক বিতর্ক উভয়ই ফুটে উঠেছে।