সারাদেশ

আত্রাইয়ে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুর পূজা মণ্ডপ পরিদর্শন

আত্রাইয়ে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুর পূজা মণ্ডপ পরিদর্শন

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১২:০২

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন বুলু। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে তিনি নেতা-কর্মীদের একটি দল নিয়ে তেতুলিয়া, কাশিয়াবাড়ী, বল রামচক ও সমাসপাড়া এলাকার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে আনোয়ার হোসেন বুলু ধর্মীয় অনুষ্ঠানাদি সুষ্ঠু ও নিবিঢ়ভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখারও আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান প্রাং, উপজেলা বিএনপি'র সদস্য সাবেক চেয়ারম্যান মো. এমদাদুল হক পিন্টু, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাকিম, আত্রাই উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. একরামুল বারী রঞ্জু, বিশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিউর রহমান মতি, রানীনগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান বেলাল এবং ছাত্রদল শেরে বাংলা কলেজ শাখার সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।