সারাদেশ

দিনাজপুরে জাতীয় শিশু কন্যা দিবস ও এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

দিনাজপুরে জাতীয় শিশু কন্যা দিবস ও এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:৫৩

দিনাজপুরে হাউজ অফ হোপের দীপ্তি ফাউন্ডেশন প্রকল্পের উদ্যোগে জাতীয় শিশু কন্যা দিবস ও এসএসসি ২০২৫-এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) এ আয়োজনে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উজ্জ্বল পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন। সভাপতিত্ব করেন হাউজ অফ হোপের দীপ্তি ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক হান্না রায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোর্শেদ আলী খান, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মাঈনুল ইসলাম, দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম, এমএনডিএফ-এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হামিদ, পল্লীশ্রীর এইচআর প্রধান শামিমা পপি, ল্যাম্ব হাসপাতালের অ্যাসাইনমেন্ট অফিসার এনোস সরেন এবং ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের সহকারী রাইয়ান কবিরসহ আরও অনেকে।

প্রধান অতিথি মোঃ রিয়াজ উদ্দিন বলেন, দীপ্তি ফাউন্ডেশনের কার্যক্রম সমাজে ঝুঁকিপূর্ণ, অসহায় ও পাচারকৃত শিশু-কিশোরীদের নিরাপদ আশ্রয়, সুরক্ষা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের কন্যা শিশুরাই আগামী দিনের সম্ভাবনা। তাদের এগিয়ে যেতে হবে শিক্ষা ও আত্মবিশ্বাসের মাধ্যমে। তিনি কার্যক্রমের প্রসার ও প্রচারণা বাড়ানোর আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে এসএসসি ২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর আগে শিশু কন্যাদের পরিবেশনায় দলীয় গান ও একক নৃত্য উপস্থিত সবাইকে মুগ্ধ করে।