সারাদেশ

বদলগাছীতে হাঁস মারাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল লতিফ ড্রাইভারের, গ্রেফতার ২

বদলগাছীতে হাঁস মারাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল লতিফ ড্রাইভারের, গ্রেফতার ২

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:৫৭

নওগাঁর বদলগাছীতে হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল লতিফ (৫০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহত লতিফ সদর ইউনিয়নের পিন্ডিরা গ্রামের মৃত খোকা মন্ডলের ছেলে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার লতিফ ড্রাইভারের একটি হাঁস ভ্যানের চাকায় চাপা পড়ে আহত হলে তার পরিবার সেটি জবাই করে মাংস সংরক্ষণ করে। মঙ্গলবার সকালে ভ্যানচালক সবুজ হোসেন ঘটনাস্থলে এলে লতিফের পরিবার তাকে হাঁসের ক্ষতিপূরণ দিতে বলে। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়রা সবুজকে আরেকটি হাঁস কিনে দেওয়ার পরামর্শ দেন।

পরে বিষয়টি জানাজানি হলে সবুজের পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে। দুপুর ১টার দিকে সবুজের বাবা আব্দুল জলিল, মা আদরী খাতুন ও ভাই শাকিল হোসেন লতিফের বাড়িতে গিয়ে পুনরায় সংঘর্ষে জড়ায়। স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলেও কিছুক্ষণ পর লতিফ বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় লতিফের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামি করা হয়েছে সবুজ হোসেন (৩০), শাকিল হোসেন (৩৪), আব্দুল জলিল (৫৫) ও আদরী খাতুনকে (৪০)। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আব্দুল জলিল ও তার স্ত্রী আদরী খাতুনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।