সারাদেশ

নওগাঁয় যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

নওগাঁয় যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:০৩

নওগাঁয় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক ও নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনকে বহিষ্কার করেছে দল। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাকে দেওয়া সদর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে।

মাদরাসা সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর দশম শ্রেণির এক ছাত্রীকে ক্লাসের সময় একা পেয়ে মোনায়েম হোসাইন শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে আরেকবার সুযোগ পেয়ে জোরপূর্বক চুম্বনও করেন। এ ঘটনা প্রকাশ্যে এলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তার ছবিতে জুতার মালা পরিয়ে বিক্ষোভ দেখায় এবং দ্রুত বিচারের দাবি জানায়।

ভুক্তভোগী ছাত্রী জানান, ১৫ সেপ্টেম্বর বৃষ্টির দিন দুপুরে শ্রেণিকক্ষে তিনি একা ছিলেন। সেই সময় শিক্ষক মোনায়েম হোসাইন তাকে হিজাব খুলতে বলেন এবং আপত্তিকর আচরণ করেন। পরবর্তীতে সহপাঠীদের জানালে জানা যায়, আরও কয়েকজন ছাত্রী একইভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন।

২২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের মুখোমুখি করলে অভিযোগের জবাব দিতে ব্যর্থ হন মোনায়েম হোসাইন। পরে মোবাইল ফোনে ক্ষমাও প্রার্থনা করেন তিনি।

জেলা জামায়াতের আমির খ. মো. আ. রাকিব বলেন, অভিযোগ ওঠার পরপরই আমরা তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করি। কমিটির প্রতিবেদনে নৈতিক স্খলনের প্রমাণ মেলায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে তার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও জানান, তদন্তে মাদরাসার শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টিও উঠে এসেছে। সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।