সারাদেশ

ময়মনসিংহে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

ময়মনসিংহে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৪০

ময়মনসিংহের ত্রিশাল থানাধীন বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া বালুর মোড় এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের যৌথ অভিযান চালিয়ে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ আসাদুজ্জামান (২৫), পিতাঃ মৃত- আব্দুল মান্নান, মাতাঃ রহিমা খাতুন, বাসিন্দা বৈরাটি (মান্নান চেয়ারম্যানের বাড়ি), ওয়ার্ড নং ৭, ইউপি-৭, মগটুলা, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ।

অভিযান তত্ত্বাবধান করেছেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি। অভিযানের পর উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসাদুজ্জামানের বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।