সারাদেশ

রাজারহাটে দূর্গোৎসবে শুভেচ্ছা বিনিময় করেছেন আলহাজ্ব সোহেল হোসাইন

রাজারহাটে দূর্গোৎসবে শুভেচ্ছা বিনিময় করেছেন আলহাজ্ব সোহেল হোসাইন

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৪৩

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ রাজারহাটে চলমান দূর্গোৎসবে অংশগ্রহণ করে বিভিন্ন মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

এই সময় তিনি বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে তাদের নিজ নিজ উৎসব পালন করে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ এ্যাড. সফিকুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন, কুড়িগ্রাম জেলা তাঁতি দলের সভাপতি মোঃ আনিচুর রহমান, রাজারহাট উপজেলা যুবদল নেতা নয়ন মিয়া সহ অন্যান্য উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।