বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে শারদীয় দুর্গাপূজা উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মাগুরার শ্রীপুরের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আহম্মেদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য ও শ্রীপুর থানা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায় প্রমুখ।
এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বী সকলকে দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আহম্মেদ।
মতামত