ছবি : মানুষই বড় পরিচয়, বিভেদে নয়: শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতভেদ—এই ভেদাভেদ আমরা মানি না। আমরা “সংখ্যালঘু” শব্দে বিশ্বাস করি না। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা মানুষ। এই দেশের মাটির সন্তান। আমাদের সবার সমান মর্যাদা ও অধিকার থাকা উচিত।’
আজ বুধবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘নতুন বাংলাদেশে আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। উন্নয়ন, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা—সব কিছু নিশ্চিত করতে হলে সবাইকে নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘অনেক বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। নারী-পুরুষ কেউই ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা চাই, আগামী দিনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। যাতে সব নাগরিক নির্বিঘ্নে ভোট দিতে পারেন।’
পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর ও খন্দকার খায়রুল বাসার আজাদ।
মতামত