ছবি : সালথায় শামা ওবায়েদের পক্ষ থেকে পূজা মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা : দুই শতাধিক মোটরসাইকেলের বিশাল বহরে মুখর ছিল আটঘরের সড়ক
ফরিদপুরের সালথায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ।
বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত আটঘর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে এই পরিদর্শন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বিশাল বহর। বহরের মধ্য দিয়ে আটঘরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে স্লোগান, বাদ্যযন্ত্র ও উচ্ছ্বাসে।
পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন হাসান আশরাফ। তিনি বলেন,“আমাদের দল বিএনপি সবসময় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। এখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নেই—আছে শুধু মানুষ, যারা এই দেশের নাগরিক।”
তিনি আরও বলেন,“শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নির্দেশে আমি এই পরিদর্শন করছি। আমরা চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাঁকে জয়ী করা হোক, যেন তিনি এলাকার সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।”
এ সময় তিনি অভিযোগ করেন,“বিগত সময়ে ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মী সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছেন। তবে বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায়।”
এই মোটরসাইকেল বহর ও পূজামণ্ডপ পরিদর্শন ঘিরে এলাকায় নির্বাচনী আলোচনা নতুন করে জোরদার হয়েছে। অনেকে মনে করছেন, নির্বাচনের আগে এই ধরনের উদ্যোগ রাজনৈতিক মাঠে ইতিবাচক বার্তা তৈরি করছে।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা যুবদল নেতার এই উপস্থিতিকে স্বাগত জানান। পূজামণ্ডপে উপস্থিত এক পূজারী বলেন,“রাজনৈতিক নেতারা যখন আমাদের আনন্দ-উৎসবে পাশে থাকেন, তখন সেটা আমাদের জন্য গর্বের ও সাহসের বিষয়। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত হয়।”
মতামত