সারাদেশ

সড়কে প্রাণ গেল আমিরনের, পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ

সড়কে প্রাণ গেল আমিরনের, পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ

ছবি : সড়কে প্রাণ গেল আমিরনের, পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ


প্রকাশিত : ১ অক্টোবর ২০২৫, রাত ১১:২৯

ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত আমিরন বেগমের (৬৫) পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

শোকবার্তায় শামা ওবায়েদ বলেন, "এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমি আমিরন বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ যেন এই পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন।"

পরে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিহতের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া শেষে নিহতের বড় ছেলের হাতে ব্যক্তিগতভাবে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা খন্দকার খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আমিরন বেগম। তিনি রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী ছিলেন।