ছবি : ফরিদপুরের সালথায় জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরের সালথা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ যুব মজলিস সালথা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩টায় ‘জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে’ জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে পরিচালিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ্ আশরাফ।
সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মুহাঃ এজাজুল হক এবং প্রশিক্ষণ সম্পাদক মুফতি জুবায়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মুফতি শারাফাত হোসেন, ফরিদপুর জেলা শাখার খেলাফত মজলিসের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আমজাদ হুসাইন, ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত যুব মজলিসের সহ-সম্পাদক (প্রশিক্ষণ) মোল্লা মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ্, জেলা যুব মজলিস সভাপতি মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, জেলা যুব মজলিস সম্পাদক মাওলানা ফরহাদ মিয়া, জেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি ইমদাদ বিন সায়েনুদ্দীন, সালথা উপজেলা সভাপতি মুফতি মফিজুর রহমান, নগরকান্দা উপজেলা সভাপতি মুফতি আসাদুজ্জামান কাসেমী, খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা পশ্চিম শাখার সভাপতি মোল্লা মুহাম্মদ রুহুল আমীন, পূর্ব শাখার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা ফেলাফত ছাত্র মজলিস সভাপতি মুহাঃ নাসির খান এবং উপজেলা শ্রমিক মজলিস সভাপতি মুহাঃ আকিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী বলেন,“আমরা মুসলমান এবং এদেশের মানুষ মুসলমান। এই মাটি আমাদের, মুসলমানদের মাটি। ইসলাম কেবল কোরবানির মাধ্যমে বিজয় অর্জন করেছে এবং ভবিষ্যতেও কুরবানি ছাড়া ইসলাম জয়লাভ করবে না। এই জমিন রক্তের বিনিময়ে অর্জিত। তাই ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্তের আত্মদান প্রয়োজন। আমাদের যুবক- বৃদ্ধ সবাই প্রস্তুত। আমাদের দলকে দুর্বল ভাবা হয়, কিন্তু আমরা দুর্বল নই। আমাদের লক্ষ্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা এবং প্রয়োজনে জিহাদ করব।”
সম্মেলনে উপস্থিত নেতারা আগামী দিনে সংগঠনের শক্তি বৃদ্ধি ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের মাধ্যমে এলাকার জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতামত