সারাদেশ

নির্বাচন সামনে রেখে ফরিদপুরের সালথায় জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

নির্বাচন সামনে রেখে ফরিদপুরের সালথায় জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

ছবি : নির্বাচন সামনে রেখে ফরিদপুরের সালথায় জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত


প্রকাশিত : ২ অক্টোবর ২০২৫, রাত ৯:১০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে জাকের পার্টির ব্যাপক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সোনাপুর ইউনিয়নের ফুকরা স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোনাপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ মুরাদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর সাংগঠনিক জেলা-২ এর সভাপতি ডাঃ ফজলুল হক।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান সবুর, উপজেলা সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, যুবওলামা ফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি মাওলানা ফারুক হোসেন ফারুকী, ছাত্রফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক জেলা-২ এর সভাপতি ডাঃ মোঃ নিজামুল হক শিশির, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ মিলন মাহামুদ, সাংগঠনিক সম্পাদক ও সালথা উপজেলার সভাপতি মোঃ মকিবুল ইসলাম, প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক রবিন ইসলাম প্রমুখ।

এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তারা দলের ঐক্যবদ্ধ শক্তি গঠন, নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিতকরণ এবং জনগণের মাঝে দলীয় নীতিমালা ও উন্নয়ন পরিকল্পনা প্রচারের ওপর জোর দেন। তাঁরা নির্বাচনে জাকের পার্টির বিজয় নিশ্চিত করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।