সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ১৯ নারী পেলেন সেলাই মেশিন

চাঁপাইনবাবগঞ্জে ১৯ নারী পেলেন সেলাই মেশিন

প্রকাশিত : ৩ অক্টোবর ২০২৫, বিকাল ৩:৪৩

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং সমতা নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় দরিদ্র নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ১৯ জন দুস্থ, অসহায় ও বিধবা মহিলার মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


বুধবার (১ অক্টোবর) বিকাল ৪টায় সমতা নারী উন্নয়ন সংস্থার নিজস্ব অফিসের হল রুমে এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সভাপতি মোঃ আসলাম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কামাল সুকরানা, নারী উদ্যোক্তা হোসনে আরা বেগম এবং শামীমা বেগম।


বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ৬ষ্ঠ পর্যায়ের অর্থায়নে নারীদের জন্য তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। বক্তারা জানান, সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও বেশি নারীকে প্রশিক্ষণের মাধ্যমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।