ময়মনসিংহ জেলার গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আখতার হোসেন (৮৬) ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি পৌরসভার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র, এক কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা আজ সকাল ১১টা ৩০ মিনিটে গফরগাঁও সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা যোহর নামাজের পর তাঁর নিজ গ্রাম চর কাটিহারীর বড়বাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
মতামত