মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই শ্লোগানকে সামনে রেখে সমাজসেবায় আত্মনিয়োগ করেছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের তরুণ সমাজসেবক ও পরোপকারী মাহমুদুর রহমান মুসা।
ছোটবেলা থেকেই মানবসেবাকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করা মুসা নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। অস্বচ্ছল পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করা থেকে শুরু করে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পোশাক, বই, খাতা ও কলম বিতরণ করে আসছেন তিনি। পাশাপাশি গরীব পরিবারে বিয়েযোগ্য মেয়েদের বিয়েতে সহায়তা করাও তার নিয়মিত কাজের অংশ।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়িয়ে একতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মুসা। ঈদ ও দুর্গাপূজার মতো উৎসবেও তিনি নিম্নআয়ের পরিবারের হাতে উপহার পৌঁছে দেন। এছাড়া পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।
এলাকার মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে খেলাধুলার সামগ্রী বিতরণ করে তিনি কিছুটা সফল হয়েছেন। সমাজে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে তার প্রচেষ্টা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।
নিজের কাজ সম্পর্কে মাহমুদুর রহমান মুসা বলেন,যেদিন থেকে বুঝতে শিখেছি, সেদিন থেকেই মানবতার সেবায় নিয়োজিত রয়েছি। এর বিনিময়ে কিছু পাওয়ার আশা করি না। আমৃত্যু যেন মানুষের সেবা করে যেতে পারি, এজন্য সবার সহযোগিতা ও দোয়া চাই।
মতামত