সারাদেশ

জীবিকার দাবিতে জেলেদের মানববন্ধন: অভয়াশ্রম কমানোর আহ্বান

জীবিকার দাবিতে জেলেদের মানববন্ধন: অভয়াশ্রম কমানোর আহ্বান

প্রকাশিত : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪৫

বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে ৮০ ভাগ এলাকা অভয়ারণ্য ও অভয়াশ্রম হিসেবে ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে ও পেশাজীবীরা।

বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন শরণখোলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় মৎস্যজীবী, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুন্দরবনের ওপর নির্ভরশীল অসংখ্য পরিবার।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে যেখানে মাত্র ৩০-৪০ ভাগ এলাকা অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে শরণখোলা রেঞ্জে ৮০ ভাগ এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে—যা জেলেদের প্রতি চরম বৈষম্য। তারা বলেন, একই অঞ্চলে দুই রেঞ্জের জন্য ভিন্ন আইন আমরা কোনোভাবেই মেনে নেব না।


জেলেরা আরও জানান, বর্তমানে শরণখোলা রেঞ্জে যেটুকু এলাকা অবমুক্ত রয়েছে, তার তুলনায় বৈধ পাস ও পারমিটধারী জেলেদের সংখ্যা অনেক বেশি। ফলে পর্যাপ্ত মাছ ধরা সম্ভব হচ্ছে না, জেলে পরিবারগুলো দারিদ্র্যের মুখে পড়ছে। তারা দাবি জানান, অভয়াশ্রম এলাকা অন্তত ৫০ ভাগে নামিয়ে আনা হোক, নইলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন সাউথখালি ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম লিটন, মৎস্য ব্যবসায়ী মো. সেলিম খান, মো. খলিল হাওলাদার, মো. হালিম খান, রফিকুল হাওলাদার ও শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন।


এ বিষয়ে পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল চৌধুরী বলেন, অন্যান্য রেঞ্জের তুলনায় শরণখোলায় অভয়াশ্রমের পরিমাণ বেশি। এখানে জেলেদের সংখ্যাও বেশি, তাই অনেক সময় পারমিটধারী জেলেরা সমস্যায় পড়েন। তাদের দাবি কিছুটা হলেও যৌক্তিক, তবে বিষয়টি নিরসনের দায়িত্ব বন বিভাগ ও বন মন্ত্রণালয়ের।