বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে, যুক্তরাষ্ট্র প্রবাসী মাহফুজুর রহমান (লিটন)-এর অর্থায়নে মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ওমেদ আলী মুন্সী ও হাতেম মিয়াজীর সংযোগ সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, আমরা শুধু সড়ক নয়—শিক্ষা, চিকিৎসা ও জনসেবার প্রতিটি ক্ষেত্রেই মানুষের পাশে থেকে কাজ করব। জনগণের সহযোগিতা থাকলে এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি আরও বলেন, সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নে আমরা ইতোমধ্যে একাধিক রাস্তা সংস্কার করেছি, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি, চিকিৎসা–বঞ্চিত জনগণের পাশে থেকেছি। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আরও ব্যাপকভাবে মানুষের কল্যাণে কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের ও মাওলানা নাজিম উদ্দীন সিরাজি।
সড়ক সংস্কার কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান, মাহফুজুর রহমান, কামরুল হাসান, মিজানুর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান, আহসানুল বাড়ী, মামুনুর রশিদ, মাষ্টার ওসমানসহ আরও অনেকে।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।
মতামত