কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় পুজার ডিউটিরত অবস্থায় আল-আমিন (৪০) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পুলিশ সদস্য আল-আমিন কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আল-আমিন রাতে পুজার নিরাপত্তা দায়িত্বে ছিলেন। ডিউটির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
নিহত আল-আমিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চৌধুরানী এলাকার বাসিন্দা। তিনি এক স্ত্রী ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
মতামত