সারাদেশ

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:০৮

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডলের ওপর হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের রায়গঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের দুই শতাধিক সাধারণ মানুষ, ব্যবসায়ী, ইউপি সদস্য এবং আশপাশের ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান অংশগ্রহণ করেন।


মানববন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব সরকার, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে।


বক্তারা অভিযোগ করেন, মাদক ব্যবসা ও অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত আটটার দিকে স্থানীয় একটি চিহ্নিত গ্রুপ চেয়ারম্যান দীপ মন্ডলের ওপর হামলা চালায় এবং ছুরি দিয়ে আঘাত করে তাকে আহত করে।

তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় প্রতিপক্ষ গ্রুপের কয়েকজনও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।