চট্টগ্রামের উত্তর বন্দর গ্রামে মাদক, জুয়া, মদ্যপান, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে গ্রামভিত্তিক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে সাবেক সংসদ সদস্য ও আইনজীবী এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরীর বাড়ির উঠানে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রুমি আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোখাদেস খান (সুজন), মো. মামুন খান, উত্তর বন্দর জামে মসজিদের খতিব মাহফুজুর রহমান, মসজিদুল ইকরারের হাফেজ মো. হোসেন, শিক্ষক হেলাল উদ্দীন খান, মিজানুর রহমান, বাবলুসহ বিভিন্ন মসজিদ কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রায়হানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং, কবরস্থানে জুয়া খেলা এবং ইসলামবিরোধী কর্মকাণ্ড নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা যুব সমাজকে আলোকিত পথে ফিরিয়ে আনতে ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।
মতামত