সারাদেশ

বীরগঞ্জে শতবর্ষের আদিবাসী মেলা, জীবনসঙ্গী খুঁজতে তরুণ-তরুণীর ভিড়

বীরগঞ্জে শতবর্ষের আদিবাসী মেলা, জীবনসঙ্গী খুঁজতে তরুণ-তরুণীর ভিড়

প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৪

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা। সাঁওতাল সম্প্রদায়ের তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে সেজে হাজির হন এই ব্যতিক্রমী মেলায়। কেউ হাতে চুড়ি, কপালে টিপ; কেউ বা রঙিন শাড়িতে সজ্জিত হয়ে খুঁজে নেন পছন্দের জীবনসঙ্গী।

তরুণ-তরুণীদের পাশাপাশি সনাতন ও ইসলাম ধর্মাবলম্বী হাজারো মানুষের পদচারণায় মিলন মেলা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। বিজয়া দশমীর ‘বাসিয়া হাট’-এর নর-নারীরাও এ উৎসবে যোগ দেন। বিকাল থেকে রাত পর্যন্ত নিজপাড়া ও মোহনপুর ইউনিয়ন পরিষদ এবং বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে নাচ-গান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নেতা যোসেফ হেমরম। প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মনজু।

মেলায় ঐতিহ্য অনুযায়ী বহু তরুণ-তরুণী নিজেদের জীবনসঙ্গী পছন্দ করেন। হরিপুরের চিন্তামনি হাসদা (১৯) ও মোহনপুরের হোপনা সরেন (২৫) পরিবারসহ উপস্থিত হয়ে জানান, আমরা একে অপরকে পছন্দ করেছি, আগামী বছর নিয়ম অনুযায়ী আমাদের বিয়ে হবে।

মেলা ঘিরে বিদ্যালয় মাঠ ও পুরো গোলাপগঞ্জ বাজার প্রাঙ্গণ ভরে ওঠে দোকানপাটে—জিলাপি, নিমকি, পিঠা, ফুচকা, গহনা, খেলনা, কসমেটিকসসহ প্রায় দেড় হাজার স্টল বসে।

আদিবাসী নেতা জোসেফ হেমরম জানান, দিনাজপুর ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, জয়পুরহাট ও নওগাঁ থেকেও অসংখ্য মানুষ মেলায় অংশ নিয়েছেন।