ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুর রহমান খান ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে এবং মাদরাসার মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী)-এর সভাপতিত্বে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।
মোট সাতটি বিষয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা স্পন্সর করেন “পিবাড়ীয়া গ্রুপ”। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং মাদরাসার শিক্ষকগণ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় অভিভাবক সম্মেলন ও বদরী কাফেলার পুনর্মিলনী।
সভাপতির বক্তব্যে মুফতি মোস্তাফিজুর রহমান বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, চিন্তাশক্তি ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায়। তিনি মাদরাসার শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং ছাত্রদের ভবিষ্যৎ গঠনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী তিনজন মেধাবী ছাত্রকে মাদরাসার পক্ষ থেকে যথাক্রমে ১০,০০০ ও ৫,০০০ টাকা নগদ পুরস্কার এবং বোর্ডের পক্ষ থেকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিচারকমণ্ডলী, শিক্ষকবৃন্দ, মাদরাসা–মসজিদ পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মতামত