ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের দিনাজপুর সফর উপলক্ষে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) দিনাজপুর সার্কিট হাউজে এই শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলমসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা।
ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি কাওছার আহমাদ ও মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত