সাভারে হানি ট্র্যাপে ফেলে পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মোঃ মেহেদী হাসানকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে পাকা রাস্তা থেকে মেহেদী হাসানকে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। অপহরণকারীরা তাকে আটক রেখে তার পরিবারের কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে ভিকটিমের পরিবার ৯৯৯-এ ফোন করলে সাভার মডেল থানার পুলিশ দ্রুত অভিযান শুরু করে।
পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় টানা বিশ ঘণ্টা অভিযান চালিয়ে শনিবার দুপুর সাড়ে একটার দিকে সাভারের জামশিং এলাকা থেকে মেহেদী হাসানকে উদ্ধার করে এবং নারী সদস্যসহ চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন রংপুর জেলার পীরগাছা থানার তালুকো গ্রামের শরিফুল (২৫), একই এলাকার জয়নাল (২৫), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের সকাল আনমনা (১৯) এবং শেরপুর জেলার নকলা থানার নাইরোন খোলা বাজার এলাকার কাউসার হোসেন কনক (২০)। তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, যারা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়াসহ আশপাশের এলাকায় হানি ট্র্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছে। চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।
মতামত