সারাদেশ

সন্দ্বীপে ছাত্রদলের ম্যাগাজিন বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে ছাত্রদলের ম্যাগাজিন বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:৪৭

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের শিবেরহাটে ছাত্রদলের উদ্যোগে ম্যাগাজিন বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি হাজী আবদুল বাতেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সারিকাইত ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেরাজ রিমন।

বক্তারা বলেন, বিএনপি’র ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত হবে। এছাড়া তরুণ প্রজন্মকে বই পড়ার মাধ্যমে জ্ঞান সমৃদ্ধ করে দেশ গঠনের অগ্রভাগে থাকার আহ্বান জানানো হয়।