বান্দরবানে মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উৎসব উদযাপন পরিষদের আয়োজনে শনিবার (৪ অক্টোবর) বিকেলে বান্দরবান রাজার মাঠে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। এছাড়া উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং, সহ-সভাপতি থুই সিং প্রু লুবু, সাধারণ সম্পাদক উ ক্য সিং মার্মা (উহ্লামং)সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় জাদিতং হ্যান্ডবল দল এবং উজানী পাড়া হ্যান্ডবল দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় জাদিতং হ্যান্ডবল দল ১৬ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে। খেলার শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে নগদ অর্থ এবং ট্রফি প্রদান করা হয়।
এই হ্যান্ডবল প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়া চর্চা প্রসারিত হচ্ছে এবং স্থানীয় তরুণ-তরুণীদের মধ্যে ক্রীড়া উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে।
মতামত