বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব হবে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু বকর সিদ্দিক বলেন, এই ৩১ দফা কর্মপরিকল্পনাই গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি জনবান্ধব রাষ্ট্র গঠনের দিশা দেখাবে। বিএনপি আগামীতে জনগণের ভোটে সরকার গঠন করলে এই দফাগুলো বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে দেশি-বিদেশি সব ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখে দিতে হলে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি কুচক্রী মহল গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। তথাকথিত পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে। ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে—এটাই এখন গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ।
পরিশেষে তিনি দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মনোনয়ন পাওয়া ধানের শীষের প্রার্থীর পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ঝালুকা ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা সারোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য নাজমুল গনি পিন্টু, আরমান আলী, মিজানুর রহমান মিজান, শামসুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।
সভায় কয়েক হাজার নেতা–কর্মীর অংশগ্রহণে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
মতামত