সারাদেশ

দিনাজপুরে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭:৪০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর–দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ ভোটের নামে প্রহসন চালিয়ে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) দুপুরে স্থানীয় ইকবাল স্কুল মিলনায়তনে দিনাজপুর শহর ও সদর উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ মমতাজ উদ্দিন বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর (Proportional Representation) পদ্ধতির কোনো বিকল্প নেই। বর্তমানে পিআর পদ্ধতির পক্ষে যে গণদাবি সৃষ্টি হয়েছে, সেই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে অবিলম্বে তা মেনে নেওয়ার আহ্বান জানাই। পাশাপাশি জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ারও দাবি জানাচ্ছি।


তিনি আরও বলেন, জামায়াত ইতোমধ্যে পিআর পদ্ধতির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তবুও যদি সরকার এই দাবি না মেনে চলে, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হব।


দিনাজপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. মেহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমির ও দিনাজপুর–৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর–৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান।


কর্মশালায় দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনসহ অন্যান্য নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।