আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আফরিন রিয়া (২৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আফরিন রিয়া বগুড়া জেলার ধুনট থানার ধরিয়া গ্রামের মো. কামরুল হাসানের স্ত্রী। তিনি আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা সি-ব্লকে ভাড়া বাসায় বসবাস করতেন।
ভুক্তভোগী সিহাব আহম্মেদ (২৯) পাবনা জেলার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গার্মেন্টসে চাকরি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে সিহাবের সঙ্গে রিয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরে রিয়া দেখা করার কথা বলে ২০ সেপ্টেম্বর তাকে আশুলিয়ার বাইপাইল এলাকায় ডেকে নেয়।
সিহাব সেখানে গেলে রিয়া কৌশলে তাকে নিজের বাসায় নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা কয়েকজন যুবক মিলে সিহাবকে একটি রুমে আটকে রেখে ১৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
পরে তারা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যা ও নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তারা সিহাবকে মারধর করে এবং বিকাশের মাধ্যমে তার আত্মীয়-স্বজনের কাছ থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা আদায় করে।
পরের দিন (২১ সেপ্টেম্বর) সকালে তারা সিহাবকে ছেড়ে দেয়। পরে ভুক্তভোগী আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইপাইল বসুন্ধরা এলাকা থেকে রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন,প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় এক নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
মতামত