দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় অব্যাহতভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী–স্ত্রীকে আটক করা হয়েছে।
গত ৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিট থেকে ৫ অক্টোবর রাত ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগদীশপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মেজর ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময় ধরে নজরদারির পর সেনাবাহিনী জয়পুরহাট–নওগাঁ সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালায়।
এসময় হাতেনাতে আটক হন —
মোঃ ফারুক হোসেন (৫১), পিতা: মোঃ আবু বক্কর, মাতা: মোছাঃ আবেদা খাতুন, গ্রাম জামালগঞ্জ, নওগাঁ;
ও তার স্ত্রী মোছাঃ স্মৃতি আখতার রুমি (৪৪), পিতা: হাবিবুর রহমান, মাতা: মোছাঃ মানতা বেগম, গ্রাম মণ্ডলপাড়া, নারায়ণপাড়া, জয়পুরহাট সদর।
অভিযানে ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা) এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করে সেনাবাহিনী।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল ও আটককৃতদের বদলগাছি থানার এসআই মোমিনের নিকট হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত