সারাদেশ

রাজারহাট সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

রাজারহাট সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৫, রাত ১১:০০

কুড়িগ্রামের রাজারহাটের সাংবাদিকদের সংগঠন ‘রাজারহাট সাংবাদিক ফোরাম’-এর তিন মাস মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে রাজারহাট সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার মো. তারেকুর রহমান,সদস্য সচিব দৈনিক জনবাণী ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকার মো. সোহেল রানা,

এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার মো. এনামুল হক সরকার ও দৈনিক আজকের জনবাণী পত্রিকার মো. নজির হোসেন।


কমিটির সদস্য হিসেবে রয়েছেন —

মো. হামিদুল ইসলাম, মো. আব্দুল হাকিম সবুজ, মো. বেলাল হোসেন, মো. আতাউর রহমান, মো. জাহিদ হাসান, মো. আশিকুর ইসলাম, মো. রোকনুজ্জামান রোকন, মো. দুলাল মিয়া, মো. রাকিবুল হাসান ও মো. পলাশ হাসান প্রমুখ।


সভায় সভাপতিত্ব করেন মো. হামিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মো. জাহিদ হাসান। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী তিন মাসের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।