রাজপথ আজ রক্তে ভেজা
কষ্টে বাতাস ভারী,
দেশে যেন জ্বলছে আগুন
এ কোন আহাজারি?
দলে দলে শিক্ষার্থীরা সবাই
নেমেছে রাজপথে,
কোঠা এবার তুলতেই হবে
রাখা যাবে না কোন মতে।
প্রাণের ভয় করে না ওরা
বুক পেতে খেল গুলি,
রাজপথে শুধু শিক্ষার্থীদের ভিড়
কত মায়ের বুক হলো খালি।
ছেলে মেয়ে নেই ভেদাভেদ
রাজপথে সবার ভিড়,
ক্ষেপেছে আজ আমজনতা
সরকার তবুও স্থবির।
প্রশাসন দিয়ে শিক্ষার্থী মেরে
সরকার করছে ভুল,
সব শিক্ষার্থীরা ক্ষেপেছে এবার
দিতেই হবে তার মাশুল।
সাঈদ আসিফ জাফর সহ
এই বিবাদে যারা দিল প্রাণ,
বিশ্ববাসী তাদের রাখবে হৃদয়ে
ইতিহাস দিবে সম্মান।
মতামত